বর্ষাকালে কিভাবে রড সংরক্ষণ করবেন?

বর্ষাকালে বা বৃষ্টির সময়ে রড এর সংরক্ষন করা খুব গুরুত্বপূর্ণ কাজ।

রড Construction এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ।

রড কনক্রিটের সাথে ভালো বন্ধন সৃষ্টি করতে পারে।

রড এবং কনক্রিটের বন্ধন এ স্থাপনা হয় অধিক মজবুত এবং দীর্ঘস্থায়ী।

সঠিক সংরক্ষন এর অভাবে এটি নষ্ট হয়ে যেতে পারে।

মরিচা রডের বড় শত্রু।

মরিচা ধরে রডের শক্তি কমিয়ে দিতে পারে।

তাই মরিচা থেকে রড কে সুরক্ষিত রাখতে হবে।আপনার একটু খানি অসচেতনতা হতে পারে অনেক টাকা ক্ষতির কারন।

Construction সাইটে রড সংরক্ষন করবেন যেভাবে বা যে যে সতর্কতা অবলম্বন করতে হবে–

★ রড সব সময় শুকনা জায়গায় সংরক্ষন করতে হবে। মরিচা যেন না পড়ে খেয়াল রাখতে হবে।
★ এক মাসের বেশি খোলা যায়গায় রাখা যাবে না।
★ যদি অল্প মরিচা পড়ে তাহলে ব্যবহারের পুর্বে পরিস্কার করে নিতে হবে ।
★ একমাসের বেশি বাইরে রাখার প্রয়োজন হলে সিমেন্ট পানি ধুয়ে নিতে হবে ।
★ ইদ বা বড় কোন ছুটিতে কাজ দীর্ঘদিন বন্ধ থাকলে তা ভালো ভাবে ত্রিপল দিয়ে বেধে রাখতে হবে যেন বৃষ্টির পানি না লাগে।

 

holdings