রড সম্পর্কে কিছু তথ্য জেনে নেইঃ

নির্মাণ কাজে রড খুব গুরুত্বপূর্ণ ম্যাটেরিইয়েলস। রড আপনার বাড়িকে মজবুত করে ধরে রাখে।রড ছাড়া নির্মাণ কাজ অসম্ভব । আমরা মাঝে মাঝে অনেকেই একটা প্রশ্নের সম্মুখিন হই রডের গায়ে লিখা থাকে 500W . এটার মানে কি বোঝায় ।কেনই বা লিখা থাকে।
আসুন জেনে নেই TMT 500W এর অর্থ কি?

TMT= “Thermo Mechanically Treated”। এটি স্টীল বার তৈরীর একটি প্রসেসের নাম।
500W দিয়ে রডের কার্যক্ষমতা ও গুণাবলি নির্দেশ করে। এখানে 500 দিয়ে ” Yeild Strength” বোঝানো হয়।অর্থাৎ উক্ত রডের ” Yeild Strength” হলো 500 Mpa.

তাহলে চলুন দেখে নেই, 500W রড কত গ্রেডের হয় সে হিসাবটি কিভাবে করবেন!

500Mpa= 500X145= 72500Psi=72.5 Ksi
( 1 Mpa = 145 psi )
অর্থাৎ এটি 72.5 Graded Rod.
W= Weldable (ঝালাইযোগ্য)

অর্থাৎ এই রড উচ্চ ডাকটিলিটি গুণসম্পন্ন। রড যত বেশী ডাকটিলিটি গুণসম্পন্ন হবে, ঝালাইয়ের কাজ তত সহজ হবে।